মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - জব্বার আল নাঈম

অচেনা পথের মানুষ
জব্বার আল নাঈম


আমার ইচ্ছা হয় অ-সমান পান্ডুলিপি শেষে জীবনের সব কলঙ্ক
ইরেজারে মুছে দিতে, সমুদ্র গায়ে দিয়ে গরম সূর্য ধরেছি পাথর হাতে
জলমানুষ- আগুন মানুষ মাটির ভাজে ভাজে বাতাস ঘর ছেড়ে ঘরমুখী
ঘরে নেই আলো। অস্তিত্ব সংকটে জন্মদাগ- কালের কালো কয়লা
ত্রিভূজ কম্পাস রেটিনা মাপে বোধের বাড়িতে। পাথর ফাঁকে রোদ
শুকানো ঘাস তুমুল বাতাস নিয়ে যাবে- বহু দূরগামী গ্রামে, আমাকে
আমি হারিয়েছি কতবার! কতো নদীতে, কতো বিল ঝিল পাড়া গাঁয়ে
আবার হারিয়ে যেতে চাই শুদ্ধ ঘুমঘরে এখন আমি ভিন গ্রহের অন্ন মানুষ।