মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা – শামীম সাঈদ

শ্রাবণী এবং বিলবোর্ডের বিদ্যা সিনহা সাহা মিম
শামীম সাঈদ


তুমি যাচ্ছো হেসে – আমার যে আর ঘোর কাটে না –
ছবির দৃশে বন্দি হলো, মুছে গেল উজানী নগর; আমার তৃঞ্চা যাচ্ছে বেড়ে –
ভাসান যখন পাষাণী তুই – আমার খেয়া যাচ্ছে ডুবে চম্পক নগরে;
অপভ্রংশের সন্ধ্যাবাতি উঠছে জ্বলে নিয়ন সাইনে – তোমার চোখে
আমার দুঃখ-প্রতিপাদ্য আঁকা – লোডশেডিংয়ে
যুগ পেরুচ্ছি তোমার ধিয়ানে!


শ্রাবণী-৭

বালতিভরা জল, ট্যাপ খুলে বসে থাকা বেলা দ্বিপ্রহর
কোমরে ওড়না তোর, কি মনে হয় ভাতারের কাম জড়ানো বাহুডোর?
বাথরুম ভেসে যায়Ñহুইলে ভেজা কাপড় ফ্যাকাসে হাতে দেখিস তুই কিসের শপথ,
বালতির অতটুকু জল কি এতোটা অথৈ! তোর তো বেলা বাড়ে
জি আই তার ঝুলে থাকে ছাদেÑযিশু যেন বেদনা কাতর,
রোদটাও পড়ে এলো মেলে ধরলো বলে বিকেলটা ছায়া পাখনা
না উড়ার ভান, তবু, উড়ে যায় কাপড়ের অন্তরজলÑগোপনে শুকায়,
টাঙ্কির অতটুকু জলে কেমনে কুলায়, কাপড় কাচার বেলা কি তোর শেষ হবে না!