মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - আবু জাফর দিলু

জলহীন ধূসর সবুজ কাঁদে
আবু জাফর দিলু


দীঘল সময় অক্ষরের মধ্যে নিঁখাদ বৈভবে বসবাস ,
কৌলিন্য তাই ভর করতে পারে নি কাঁধে ;
টসটসে আপল বয়স এইখানে..
অজস্র জটিল পথ হাঁটাহাঁটি ক্রমাগত বেড়ে
কালো চুলে কাপাস তুলোর আচ্ছন্নতা শুধু !
বিচিত্র ভঙির শব্দ চাষে ঝড়-বৃষ্টি, রৌদ্রে পুড়ে
তবে তামাটে শরীর,
লক্ষ-কোটি, হাজার হাজার রাত একাধিক বৃত্ত ভেঙে
গড়ে ওঠে কালোর্ত্তীর্ণ আলোক পরিধি,
মাত্র এক ফুঁয়ে কে তুমি নিভাতে চাও, অর্বাচীন ?
অধুনা আবাদহীন অনার্য প্রাচীন গুহাবাসী
অন্ধকারে কেবলি রাখে পা ছন্নছাড়া সমতটে,
অকবির ভীড়ে হিরোণ্ময় রাশিরাশি স্বপ্ন
মরুবক্ষে জলহীন ধূসর সবুজ শুধু কাঁদে !

শতভাগ মিথ্যে ধুলোয় কেন যে কলুষিত সাধন-ভজন ?
নির্ঝড় আশ্রয়ে যেখানে মানুষ গেরুয়া পোশাকে-হাতেখড়ি ;
থিরথির জলে পুঁটি মাছের বুকের তলে
কেন কাককালো ভাঙা স্বরে ছিন্ন হয় সাদা প্রাণ ?
দর্পনে দাঁড়িয়ে বুকে টোকা মেরে দেখো একবার
অনায়াস ভঙিমায় খুলে যাবে ভিতরের সব কিছু..
নিছক ভাবনা ছাড়া এই পদতলে মাটি খুব স্থিতি নয় ।

দূরের মানুষ কাছে আসে সম্পর্কের নিরর্থ ফাটলে,
আহাজারি আর দুর্বলতা টেনে বহুদূর নিয়ে যায়..
প্রলয় উঠোনে কালো মেঘ অধ্যায়ে, সুনামি আহচের মতো
ঘুমে থাকা অসহায় স্বপ্নচারী ভেসে যায় মৃত্যু জলে ;
শুধু সময়ের অপেক্ষা পুনশ্চ ফিরে যাবে তুমি ।