মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - পাভেল আল ইমরান

অদৃশ্য সেই সাঁকো
পাভেল আল ইমরান


(দু'বঙ্গ-সাহিত্য- সৌভ্রাত্রবোধ : ক্ষেপচুরিয়াস)

স্বয়ং ঈশ্বরের মত , এমনি অদৃশ্য এক সাঁকোতে দুলছে সুন্দরের মত যুবতী সুন্দরী
সাঁকোর দুধারে থালের মতন সীসার থালে সোনার রেজগী পয়সা নাচছে সকালের রোদের রঙে
স্বিদ্ধ ডিমের উপর ডিমের খোঁসায় কেটে ফেড়ে তৈরি নদীর মৈত্রীতে এই সাঁকো
দুধেল কন্যার বুকের গড়নে ধানের ক্ষেতে ভরাট বাতাস, আর পাখির কন্ঠের তপ্ত আগুন,
কেউ দেখেনি অদৃশ্য সেই সাঁকো

মানুষের পঁচা হাড় খেকো বিড়াল , অপদেবতার বিষ্ঠা পড়া বাদুড়ের চোখ
কতকাল শেয়ালের দল অন্ধকারে উলঙ্গ খিস্তির উত্সব করেছে সুবর্ণ জোসনার অনুষ্ঠানে
কেউ একজন সুবার্তা বাহক সেজে এসে পান চিবুতে চিবুতে শুধু গোধুলির প্রেমে মজে
হারিয়ে গিয়েছেন ,কেউ দেখেনি অদৃশ্য সেই সাঁকো

স্বয়ং ঈশ্বরের মত, অদৃশ্য সেই সাঁকো ,শান্তি নিকেতনের অশান্ত প্রেমিক সূর্যের ফেরিওয়ালা , বিদ্রোহীর শেকল ভাঙ্গার ঘাম, ঘাই হরিনীর পর্যটক নাটোর প্রেয়সী , অবনীর বাড়িতে রাতের কড়ানাড়া শক্তি ,মাঠে নকশী কাঁথা আঁকার শিল্পীরা এসে নেচে গিয়েছেন এই সুন্দরের মত যুবতী সুন্দরীর সঙ্গে সাপের জিহ্বার পোশাক গায়ে দেয়ালের কুকুর দাতের মাড়ি ডিসপ্লে করছে নদীর দুইধারে ;আকাশ থেকে কোনও সীমান্ত নামার প্রতিচ্ছবি গোসল সারতে দেখেনি শিল্পীরা

আকাশে শুধু তিন বছর বয়সী শিশুর মত মেঘেদের দৌড়াদৌড়ি উদযাপন। শিল্পীরা সব মেঘ ...