মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা -সৈয়দ শাখাওয়াৎ

আমাদের ব্যর্থতা পাখিরা জানে লিখেছেন
সৈয়দ শাখাওয়াৎ


পাখিদের মানুষ হয়ে ওঠার গল্প আমরা পেয়ে যাই কখনো কখনও,
যদি গ্রীকদের সাথে দেখা হয়ে যায়।গ্রীকরা পাখির পিঠে চড়ে চলে
যায় হারকিউলিসের দেশে। এই কথা শুনে আমাদের মনে দুঃখ জাগে।
আহা! আমরা কেন গ্রীক হলাম না? যদিও একালে আমরা পাখির মতো
শরীরে, ঢুকে পড়ি বিশাল বিশাল পাখিরূপ গহ্বরে।আমাদের পাখি ভাল
লাগে, ভাল লাগে পাখিতে চড়ে উড়ে যেতে। আমাদের পাখি মানুষ হয়
না, এ’দুঃখ থেকে বের হয়ে দেখি; আমরা উঠে দাঁড়াবো বলে যেখানে
চিহ্ন এঁকে রেখে গিয়েছিলাম সেখানে সবুজ শ্যাওলার চাষাবাদ হচ্ছে।
আপাতত আমরা সেই চিহ্ন খুঁজে বেড়াই, যদিও পৃথিবী দাঁড়িয়ে নেই।