মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - এম আমির হোসেন

পথ
এম আমির হোসেন


পনের টাকা রিকশা ভাড়া দিয়ে যে পথ
পেরুনো যায় সে পথ কেনো পনের বছরেও
পার হলে না;...
দ্বিধার ভাড়া লাখের ঘরে,
যতোটুকু এগিয়ে যাও তারচেয়ে বেশি পেছালে
লব্ধিতো নেগেটিভই হবে;
দ্বিধা আমাদের দূরত্বকে ক্রমাগত বাড়িয়ে
মিটার থেকে কিলোমিটার, সহস্র কিলোমিটার,
এরপর আলোকবর্ষের দূরত্ব তৈরি করেছে;
অভিমান পথে পথে বসিয়েছে ব্যারিকেড,
এ জীবনে কেমন করে তুমি পৌঁছাবে সেই পৌরাণিক প্রাসাদে,
তোমার স্বপ্নের সাতমহলে আজ নতুন সুর,
নতুন কবিতা, অচেনা গান
মামুলি স্মৃতি ছাড়া তুমি নেই কোথাও,
কোথাও নেই আর;
পনের টাকায় পেরুনো পথ কি পনের জীবনেও পার হওয়া হবে,
হে জীবন,
হে সংকোচের জীবন!