মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - জেড এ বাবুল পাঠান

প্রবাসীর মাতৃপ্রেম
জেড এ বাবুল পাঠান


জন্ম আমার স্বাধীনতার পরে
সাবালক হয়েছি আঠারো বছরে,
মাতৃভূমির মাতৃপ্রেম ছিলো হৃদয়ে
প্রেমের বান ডেকেছে বিদেশ বিভুঁইয়ে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীতো ওরাই
সাতন্ত্র দেশ,সাতন্ত্র পরিচয় দিয়েছে যারা,
হৃদয়ে দিয়েছি প্লট-অর্থকড়ি ছাড়া।

লক্ষ মুক্তিযোদ্ধার আগ্নেয়াস্ত্র
যদি না উঠিত গর্জে,
গুটি কয়েক নেতা মাথা কুটিত
অংকুরিত হতোনা শস্য
হাজার মাইল ভূমি কর্ষে।

প্রবাসের চাকচিক্য,বিলাসীতায় বসেও ভাবি
মাতৃভূমির চৌম্বকীয় টানে
কেন ছিড়ে যায় মনের নিয়ন্ত্রণ দড়ি,
কেন চোখের প্লাবনে অসহায়ত্বে পরি।

যে শ্রেষ্ঠ সন্তানদের জন্যে
আমার পরিচিতি আজ বাংলাদেশী,
সেই চীর ভাস্বর,চীর অমর সন্তানদেরকে
মনে পড়ে অহর্নিশী।

মায়ের বুকে আমায় দিয়েছে যারা ঠিকানা
দেশের পতাকায় ওদের দেখি
ওদেরকে ছাড়া,দল-ব্যাক্তিকে চিনিনা।